ময়মনসিংহ সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো সিরতা ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ সিরতা ইউনিয়নের শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল।
ক) ইউনিয়নের নাম –৫নং সিরতা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৬.৭০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৪৫৫০০ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ০৯টি।
ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা /অটোরিক্সা / বাইক ইত্যাদি ।
জ) শিক্ষার হার –৬৫ %। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
(১) সরকারী প্রাথমিক বিদ্যালয়- 09টি,
(২)মাধ্যমিক বিদ্যালয়-০৪টি,
( ৩ ) মাদ্রাসা-১৭ ।
( ৪) মসজিদের সংখ্যা - ৬৭ টি ।
দায়িত্বরত চেয়ারম্যান –
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব, আল হাজ্ব মোঃ আবু সাঈদ
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৪টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই ।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৮ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১৭/০৭/২০১৯ ইং
২) প্রথম সভার তারিখ – ২০/০৮/২০১৯ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৫/০৬/২০২৪ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
(১) চর সিরতা , (২) পশ্চিম সিরতা , (৩) পূর্ব সিরতা (৪) কন্দর্পপুর, (৫) চরখরিচা, (৬) কোনাপাড়া, (৭) চর ভবানীপুর (৮) চর দূর্গাপুর
(৯ ) আনন্দীপুর।
ণ) উপ- স্বাস্থ্য কেন্দ্র - ০১ ।
ত) কমিউনিটি ক্লিনিক - ৪ টি।
থ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ –0৮ জন।
ইউনিয়ন সন্ত্রাস প্রতিরোধ কমিটিঃ
আলহাজ্ব মোঃ আব্দুল মোতালেব - সিরতা -সভাপতি
আলহাজ্ব মোঃ আবু সাঈদ সহ সভাপতি
মো: আবু বক্কর সিদ্দিক -সদস্য
মো: আবুল বাশার বাদশা -সদস্য
মো:মোজাম্মেল হক -সদস্য
মো: হযরত আলী -সদস্য
মো: রেজাউল করিম মিন্টু সদস্য
মো: আজিজুল ইসলাম -সদস্য
শাহ আলম বাদশা সদস্য
মো: আব্দুল্লাহ আল মামুন লিটন -সদস্য
মো: ফয়জুর রহমান -সদস্য
মোছা: সাহেরা খাতুন -সদস্য
মোছা: শিরিনা খাতুন-সদস্য
মোছা: রাবেয়া খাতুন-সদস্য
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস